ফ্রান্সের রাজধানী প্যারিসের বিশ্ববিখ্যাত ল্যুভর জাদুঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় তিন দিন বন্ধ থাকার পর বুধবার থেকে আবার পর্যটকদের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হয়েছে।
ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, চারজন মুখোশধারী চোর রোববার সকালে শ্রমিক সেজে জাদুঘরে ঢোকে। তারা ট্রাকের ওপর থাকা একটি মেকানিক্যাল লিফট (ভাঁজ করা যায় এমন মই) ব্যবহার করে অ্যাপোলো গ্যালারির জানালা কেটে ভেতরে প্রবেশ করে। আট মিনিটেরও কম সময়ে তারা কাচের বাক্সে রাখা রাজকীয় গয়না নিয়ে পালিয়ে যায়।
চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে নেপোলিয়ন বোনাপার্টের স্ত্রীদের জন্য তৈরি হীরা ও পান্নার কণ্ঠহার, কানের দুল, টিয়ারা ও ব্রুচ। এসব অলংকার উনিশ শতকে ফ্রান্সের রাজপরিবারের সদস্যদের ব্যবহৃত ছিল।
চোরেরা পালানোর সময় একটি মুকুট ফেলে যায়, যা ক্ষতিগ্রস্ত অবস্থায় উদ্ধার হয়েছে। তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন, চোরেরা অত্যন্ত পেশাদার ও সংগঠিতভাবে কাজটি করেছে।
ফ্রান্সের সরকারি কৌঁসুলি লোর বেকো বলেছেন, চুরি হওয়া অলংকারগুলোর মূল্য শুধু অর্থে নয়, ফ্রান্সের ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকেও অমূল্য। তিনি আশা প্রকাশ করেন, অলংকারগুলোর উচ্চমূল্য প্রকাশের পর চোরেরা হয়তো সেগুলো নষ্ট বা গলিয়ে ফেলবে না।
বিশেষজ্ঞদের মতে, যদি গয়নাগুলো গলিয়ে ফেলা হয়, তাহলে প্রকৃত মূল্যের তুলনায় খুব কম দামে বিক্রি হবে। তদন্তকারীরা বলছেন, এই সামগ্রী উদ্ধারের জন্য সময় খুব সীমিত—মাত্র এক-দুই দিনের মধ্যে না পেলে এগুলো হয়তো স্থায়ীভাবে হারিয়ে যেতে পারে।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন এ ঘটনাকে দেশের ইতিহাস ও ঐতিহ্যের ওপর ‘একটি হামলা’ হিসেবে বর্ণনা করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল