তথ্য গোপন করে ভারতীয় নাগরিকত্ব লাভের অভিযোগে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিলে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট।
বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি এস কে তাহসিন আলীর হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। গতকাল রুলের লিখিত অনুলিপি হাতে পান বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী হাসনাত মনির চৌধুরী। রিটটি করেন কুড়িগ্রামের বাসিন্দা মাহবুব হোসাইন মুন্না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, কুড়িগ্রাম জেলা নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের এসব রুলের জবাব দিতে বলা হয়েছে। রুলে কেন তাঁরা মোস্তফার এনআইডি বাতিলের পদক্ষেপ নেননি, তা আগামী ২৮ দিনের মধ্যে জানাতে বলা হয়।