মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী আহ্সান খলিল পদত্যাগ করেছেন। গতকাল তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে পদত্যাগপত্রের অনুলিপি পাঠিয়েছেন বাংলাদেশ ব্যাংকেও। গত বছরের এপ্রিলে তিন বছরের চুক্তিতে মেঘনা ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন কাজী আহ্সান খলিল। তবে দায়িত্ব নেওয়ার ১৫ মাসের মাথায় তিনি পদত্যাগ করলেন। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে কাজী আহ্সান খলিল বলেন, ‘নতুন পর্ষদ কোনো কারণ না দেখিয়ে আমাকে ছুটিতে পাঠানোর উদ্যোগ নেয়।
আমি সেই প্রস্তাবে সম্মতি না দিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। বাংলাদেশ ব্যাংক তদন্ত করলেই অনেক কিছু পরিষ্কার হবে।’ বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তারা কাজী আহ্সান খলিলের পদত্যাগপত্র পেয়েছেন।
চলতি বছরের মার্চে মেঘনা ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে যুক্ত হন শেয়ারধারী পরিচালক উজমা চৌধুরী ও তানভীর আহমেদ। পাশাপাশি স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পান বাংলাদেশ ব্যাংকের সাবেক দুই নির্বাহী পরিচালক মামুনুল হক ও রজব আলী, যমুনা ব্যাংকের সাবেক এমডি নজরুল ইসলাম, প্রাইম ব্যাংকের সাবেক অতিরিক্ত এমডি হাবিবুর রহমান এবং হিসাববিদ আলি আকতার রিজভী। নতুন পর্ষদ থেকে উজমা চৌধুরীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।