চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনে হেভিওয়েট দুই প্রার্থীর পাশাপাশি বিএনপির দলীয় মনোনয়ন চাইছেন তাদের সন্তানরাও। চট্টগ্রামের অন্যান্য আসনের মতো এখানেও একক প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি ও রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার, তার ছেলে ইয়্যুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার, বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) ও সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, তার ছেলে ক্রীড়া সংগঠক সামির কাদের চৌধুরী। এ ছাড়া ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন সিকদার। তিনি এবারও মনোনয়নপ্রত্যাশী। জামায়াতে ইসলামীর প্রার্থী রাউজান উপজেলা আমির শাহজাহান মঞ্জু। এ আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে মাঠে আছেন অধ্যক্ষ ইলিয়াস নূরী। নির্বাচন সামনে রেখে সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটি গুছিয়েছেন। নিয়মিত উঠান বৈঠক, গণসংযোগ করছেন। অংশ নিচ্ছেন সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানে। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের সব প্রস্তুতি নিয়েছি। নিয়মিত জনসংযোগ করছি। দল মনোনয়ন দিলে বিজয় নিয়ে আশাবাদী।
বাবা গোলাম আকবর খোন্দকারের হাত ধরে ব্যারিস্টার তারেকের রাজনীতির হাতেখড়ি হলেও চট্টগ্রামের রাজনীতিতে তৈরি করেছেন নিজস্ব বলয়। সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি রাউজানের রাজনীতিতে পুরোদমে সক্রিয় হয়েছেন। সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দলীয় পদপদবি স্থগিত হলেও তিনি মাঠে সক্রিয় রয়েছেন। নির্বাচন সামনে রেখে করছেন রাজনৈতিক নানান কর্মকাণ্ড। জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান মঞ্জু চষে বেড়াচ্ছেন রাউজানের পথে প্রান্তর। অংশ নিচ্ছেন সামাজিক এবং ধর্মীয় নানান অনুষ্ঠানে। করছেন গণসংযোগ। তিনি বলেন- নির্বাচন সামনে রেখে মাঠ তৈরি করছি। নিয়মিত সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। মানবিক কর্মকাণ্ডও অব্যাহত রয়েছে। গণসংযোগও করছি।