দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল প্লাটফর্মের প্রধানদের সংগঠন 'অনলাইন এডিটরস অ্যালায়েন্স'র নতুন সদস্যদের সঙ্গে পরিচিতি এবং সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে এক বিশেষ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বসুন্ধরা সিটির ১৯ তলায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি দৈনিক যুগান্তরের অনলাইন এডিটর মো. হাসান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বাংলানিউজ২৪.কমের এডিটর লুৎফর রহমান হিমেল এবং জাগো নিউজের অ্যাক্টিং এডিটর কে এম জিয়াউল হক, সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজের অনলাইনে এডিটর মিজানুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আরটিভির হেড অব ডিজিটাল এম এ এইচ এম কবির আহমেদ ও ডিবিসি নিউজের হেড অব মাল্টিমিডিয়া মো. কামরুল ইসলাম রুবেল।
এছাড়া সাংগঠনিক সম্পাদক দৈনিক কালবেলার অনলাইন এডিটর পলাশ মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক ইত্তেফাকের হেড অব ডিজিটাল শরাফত হোসেন, অর্থ সম্পাদক দৈনিক আমাদের সময়ের হেড অব অনলাইন মো. মঈন উদ্দিন বকুল, অফিস সম্পাদক দীপ্ত টেলিভিশনের হেড অব অনলাইন মো. মাসউদ বিন আব্দুর রাজ্জাক এবং নির্বাহী সদস্য দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ ও বার্তা২৪.কমের অনলাইন ইনচার্জ মানসুরা খাতুন চামেলী উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং সদস্যদের বিভিন্ন পরামর্শ নেওয়া হয়। সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে বিশেষ দিকনির্দেশনা দেন সভাপতি হাসান শরীফ।
অনুষ্ঠানে অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক যুগান্তরের অনলাইন ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান, আরটিভির অনলাইন ইনচার্জ ও ডেপুটি চিফ নিউজ এডিটর বিপুল হাসান, দৈনিক দেশ রূপান্তরের অনলাইন ও ডিজিটাল সম্পাদক এ কে এম মঞ্জুরুল হক, একুশে টিভির বার্তা সম্পাদক (অনলাইন) মো. রিয়াজ উদ্দীন, চ্যানেল ২৪-এর অনলাইন ইনচার্জ ও জয়েন্ট নিউজ এডিটর মাজহার খন্দকার, এখন টেলিভিশনের ওয়েব অ্যান্ড কনটেন্ট ইনচার্জ আনিসুর সুমন, দৈনিক বাংলাদেশের খবরের হেড অব ডিজিটাল এডিশন হাসনাত কাদীর ইসলাম, দেশ টেলিভিশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান, প্রতিদিনের বাংলাদেশের ডিজিটাল ইনচার্জ এস এম আমানূর রহমান, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের অনলাইন ইনচার্জ শিয়াবুর রহমান শিহাব, ইউএনবির বাংলা বিভাগের ইনচার্জ আতাউর রহমান, চ্যানেল আইয়ের সিনিয়র বার্তা সম্পাদক মীর আত্তাকী মাসরুরুজ্জামান, সময় টিভির অনলাইন ইনচার্জ ও বার্তা সম্পাদক সায়েদুল মাহমুদ, বাংলানিউজ২৪.কমের হেড অব মাল্টিমিডিয়া মৌসুমী সুলতানা এবং দৈনিক নয়া দিগন্তের হেড অব ডিজিটাল যুবরাজ ফয়সাল।
সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।