সারাদেশে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৬৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযানসহ সব মিলিয়ে এক হাজার ৬৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
ইনামুল হক সাগর জানান, সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেফতার করা হয়েছে ৭৪৩ জনকে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল বুধবার থেকে আজ পর্যন্ত এক হাজার ৬৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে ১টি শুটার গান, ১টি কার্তুজ ও ২টি চাকু জব্দ করা হয়েছে বলে জানান সাগর।
বিডি-প্রতিদিন/বাজিত