ইসলামী ব্যাংকের মাসব্যাপী সঞ্চয় ক্যাম্পেইন
কল্যাণের জন্য সঞ্চয় শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ ছাড়া দুটি নতুন প্রোডাক্ট ডিজিটাল দানবাক্স ও মুদারাবা ওমরাহ সেভিংস স্কিমেরও উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এমডি মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, প্রফেসর ড. এম মাসুদ রহমান, মো. ওমর ফারুক খান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।
গ্রামীণফোন-ঘরের বাজার চুক্তি
জিপি স্টার গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে অনলাইন প্ল্যাটফর্ম ঘরেরবাজারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে গ্রামীণফোন। এ সময় ঘরেরবাজারের সিইও মো. নাজমুস সাকিব, গ্রামীণফোনের হেড অব ব্র্যান্ড ও মার্কেট কমিউনিকেশনস মো. ইফতেখার আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন। ঘরেরবাজার দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিজস্ব তত্ত্বাবধায়নে সংগৃহীত নিরাপদ, পুষ্টিকর এবং মানসম্পন্ন সব খাবার গ্রাহকদের দোরগোড়ায় সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। -বিজ্ঞপ্তি
ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানের চিকিৎসা সরঞ্জাম কারখানা
তুরস্কের বিশ্বখ্যাত মেডিকেল গ্যাস পাইপলাইন ইকুইপমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেগাসান তুর্কি ও মেগাসান বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় পৌর শহরের অরণকোলা এলাকায় ‘মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড অ্যাসেম্বলি প্ল্যান্ট’ নামে এ কারখানা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কারখানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মেগাসান তুর্কির চেয়ারম্যান আরিফ সিলেকতিন। -বিজ্ঞপ্তি
হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার জন্মদিন উদ্যাপন
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও এমডি এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে হামদর্দ-এর প্রধান কার্যালয়ে কোরআন খতম, আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। রাজধানীর বাংলামোটরে অনুষ্ঠিত এ আয়োজনে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করা হয়। -বিজ্ঞপ্তি