কোল্ডপ্লে কনসার্টে প্রকাশ্য কেলেঙ্কারির পর নতুন বিতর্কে জড়ালেন যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার কোম্পানি ‘অ্যাস্ট্রোনোমার’-এর সাবেক প্রধান নির্বাহী (সিইও) অ্যান্ডি বায়রন। ৫০ বছর বয়সী এই প্রাক্তন কর্তা প্রাপ্তবয়স্ক কনটেন্ট সাবস্ক্রিপশন প্ল্যাটফর্ম ‘ওনলিফ্যান্স’-এ বিপুল অর্থ ব্যয় করেছেন বলে অভিযোগ উঠেছে।
‘দ্য ব্লাস্ট’সহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বায়রন সাবস্ক্রিপশন, কাস্টম ভিডিও এবং ব্যক্তিগত ভিডিও কলের জন্য মোট আড়াই লাখ মার্কিন ডলার (প্রায় ২ কোটি ২০ লাখ টাকা) ব্যয় করেন। শুধু ২৩ বছরের ‘ওনলিফ্যান্স’ নির্মাতা সোফি রেইন (আসল নাম ইজাবেলা ব্লেয়ার)-এর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও কলে তিনি ব্যয় করেন প্রায় ৪০ হাজার ডলার (৩৫ লাখ টাকার বেশি)।
ফাঁস হওয়া কিছু ব্যক্তিগত বার্তা থেকে জানা যায়, বায়রন গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে সোফির সঙ্গে স্পষ্ট কনটেন্ট ভিডিও কলের ব্যবস্থা করতেন। যদিও সোফি সরাসরি বায়রনের পরিচয় নিশ্চিত করেননি, তবে কল্ডপ্লের কনসার্টে তার প্রতারণা প্রকাশ পাওয়াকে তিনি প্রশংসা করেছেন।
ব্রাজিলের মডেল কামিলা আরাউজো দাবি করেন, বায়রনের এই খরচ শুধু সোফির জন্য নয়, বরং একাধিক নির্মাতার জন্য করা হয়েছে। তিনি বলেন, রসিদ দেখেই নিশ্চিত হয়েছি—এখানে সাবস্ক্রিপশন ফি, কাস্টম কনটেন্ট আর ভিডিও কল মিলিয়ে মোট আড়াই লাখ ডলারের লেনদেন হয়েছে।
এই ঘটনার আগে, গত ১৬ জুলাই যুক্তরাজ্যের ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে ‘জাম্বোট্রন’ স্ক্রিনে বায়রন ও কোম্পানির মানবসম্পদ প্রধান ক্রিস্টিন ক্যাবটকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। উভয়েই বিবাহিত হওয়ায় ভিডিওটি ভাইরাল হয়, ব্যান্ডের গায়ক ক্রিস মার্টিন মজা করে মন্তব্য করেন—‘এরা হয় প্রেমের সম্পর্কে জড়িত, নয়তো খুব লাজুক।’ পরবর্তীতে এ কেলেঙ্কারির জেরে দুজনেই পদত্যাগ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল