আদালতের নির্দেশে নিলাম ডাকা হল ১০০ টন জীবন্ত কুমিরের! আর সেই নিলামের শর্ত হল ভয়ঙ্কর সরীসৃপগুলোকে ক্রেতাদের সরাসরি সংগ্রহ করে নিয়ে যেতে হবে। অর্থাৎ নিলামে অংশ নিতে হলে আগে থেকে কুমির নিয়ে যাওয়ার ব্যবস্থা করে রাখতে হবে।
সম্প্রতি, শেনজেনের নানশান পিপল্স কোর্ট অনলাইনে এই প্রাণীগুলোকে নিলামে ওঠানোর কথা ঘোষণা করে। সেই ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই নিয়ে চর্চাও শুরু হয়েছে বিস্তর।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিনা সংস্থা ‘আলিবাবা’র জুডিসিয়াল অকশন প্ল্যাটফর্মে নিলামটির আয়োজন করা হয়েছে।
১০০ টন জীবন্ত কুমির নিলামের দর হাঁকা হয়েছে ৪০ লাখ ইউয়ান (৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার)। নিলামটি ১০ মার্চ শুরু হয়েছে এবং ৯ মে পর্যন্ত চলবে। চামড়া এবং মাংস ছাড়াও ওষুধ, প্রসাধনী এবং ওয়াইনের মতো ১০০টিরও বেশি পণ্যে কুমির ব্যবহার করা হয় চীনে। যে কুমিরগুলোকে নিলামে চড়ানো হবে, সেগুলো গুয়াংডংয়ের হংই কুমির প্রজননকারী একটি সংস্থার।
সংস্থাটির মালিক ঋণখেলাপি হওয়ায় সম্পত্তি হিসাবে কুমিরগুলোকেও নিলামে বিক্রি করে ঋণ মেটানোর সিদ্ধান্ত নিয়েছে আদালত। কুমিরগুলোর ওজন ২০০ থেকে ৫০০ কেজির মধ্যে। তাই ১০০ টনের মধ্যে ২০০ থেকে ৫০০টি কুমির থাকতে পারে বলে অনুমান।
সেই নিলাম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রেতাদের জলজ বন্যপ্রাণীর জন্য কৃত্রিম প্রজনন করার বৈধ ছাড়পত্র (লাইসেন্স) থাকতে হবে এবং কুমির চালানের জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে ক্রেতাকেই। যদি ক্রেতা এই শর্ত পূরণ করতে ব্যর্থ হন, তাহলে আদালত জরিমানা হিসাবে ৩ লাখ ইউয়ান কেটে রাখা হবে। তবে নিলামের বিজ্ঞপ্তিটি চার হাজারের বেশি বার দেখা হলেও অংশগ্রহণ করার জন্য রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আগ্রহ দেখাননি বলে জানা গেছে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, নিউ ইয়র্ক পোস্ট
বিডি প্রতিদিন/একেএ