বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন বলেছেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের বাস্তবতা বিবর্জিত প্রস্তাবগুলো বাতিল করতে হবে।
তিনি বলেন, কমিশনের প্রকাশিত প্রতিবেদন পড়ে আমরা খুবই বিস্মিত ও মর্মাহত হয়েছি। এতে নারী স্বাধীনতার নামে খোদা দ্রোহিতা, নাস্তিকতা, কুরআন সুন্নাহ বিরোধী প্রস্তাব এসেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এদেশে আল্লাহর বিধান ও রাসূলের সুন্নাহ বলবৎ থাকা বাঞ্ছনীয়।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব স উ ম আব্দুস সামাদ, গণঅধিকার পরিষদের রাশেদ খান, গণফোরামের ডা. মিজানুর রহমান, জাতীয় কবিতা পরিষদের কবি মাহমুদুল হাসান নজামী, জাতীয় নাগরিক পাটির মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ সানাউল্লাহ খাঁন, ফ্রন্ট নেতা আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আলকাদেরী, অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারী প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট দেশে বিদেশি বিনিয়োগ বিরোধী নয়, বিনিয়োগের নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্ণবাসন মার্কা বিনিয়োগের বিপক্ষে। স্বয়ংসম্পূর্ণ নিউ মুরিং বন্দর তার নিজস্ব ব্যবস্থাপনা পরিচালনা করবে। যাতে বন্দরের নিজস্ব বিনিয়োগ সুরক্ষা থাকে। নারী বিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত প্রস্তাবগুলো দেশ ও জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।
বিবাহ ও বিচ্ছেদে ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ায় নারীরা-বৈষম্যের শিকার বলে যে কথা উল্লেখ আছে তা কোনভাবে গ্রহণযোগ্য নয়। এমন গর্হিত অনেকগুলো অপ্রাসঙ্গিক বিষয় উপস্থাপিত হয়েছে। এ বিষয়গুলোর সুরাহা না হলে সরকার বিতর্কে পরবে।
বিডি প্রতিদিন/আরাফাত