জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় আইনজীবী সমিতি থেকে ফেরার পথে রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, সোমবার বিকালে জামালপুর জেলা ও দায়রা জজের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে জেলা আইনজীবি সমিতি। জামালপুর আইনজীবীর সভাপতি হিসেবে অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ওই বিদায় অনুষ্ঠান শেষ করে সন্ধ্যায় বাসায় ফেরার পথে শহরের পৌর ঈদগাহ মাঠের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলার সম্পৃক্ততার অভিযোগে মামলা রয়েছে।
গ্রেফতার অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাড়াও আইনজীবি সমিতির ৮ বারের সভাপতির দায়িত্ব পালন করছেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, জুলাই-আগস্ট ঘটনার সাথে সম্পৃক্ততায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমান উল্লাহ আকাশকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালাতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই