গাজীপুর শহরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম মফিজুল ইসলাম (২৬)। বৃহস্পতিবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের শিমুলতলী চত্বর এলাকায় এটিআই গেটের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিয়াম নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে নিহতের বড় ভাই আবদুল কাদের বাদী হয়ে একটি মামলা করেছেন।
গতকাল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার (অপরাধ, উত্তর) মো. রবিউল হাসান জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে মফিজুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিমুলতলী থেকে গতকাল দুপুরে সিয়াম নামে এক কিশোরকে আটক করা হয়েছে। মফিজুল ইসলাম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শাহাডুবি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি দিনমজুর এবং সদর উপজেলার চারু চত্বর এলাকার আবদুর রউফের বাড়ির ভাড়াটিয়া। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।