ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামে গভীর রাতে পুলিশি অভিযানের পর সকালে ওয়ারেন্টভুক্ত আসামি আবু সাদাদ সায়েমের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এসআই মানিক মিয়ার নেতৃত্বে হালুয়াঘাট থানা পুলিশ সায়েমকে ধরতে তার বাড়িতে যায়। এ সময় সায়েম ঘর থেকে বের না হলে পুলিশ তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পুলিশ ভিতরে প্রবেশ করলে সায়েম পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। কিছুক্ষণ পর পুলিশ চলে যায়।পরে শুক্রবার ভোরে সায়েমের বাবা মোসলেম উদ্দিন বিল্লাল ছেলেকে খুঁজতে বের হয়ে বাড়ির পেছনের ধানখেতে তার ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন। নিহতের বাবা মোসলেম উদ্দিন বিল্লাল গণমাধ্যমকে জানান, পারিবারিক জমি নিয়ে তার ভাই মোজাম্মেল হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি দুই ভাইয়ের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। ওই বিরোধের জের ধরেই সম্প্রতি ভাইদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে এবং তারা থানায় মামলা করে। এই মামলায় আগামী রবিবার সায়েম ও তার ছোট ছেলে জসিমের আগাম জামিন হওয়ার কথা ছিল।
নিহতের ভাই জসিম উদ্দিন অভিযোগ করেন, এসআই মানিকের সহযোগিতায় বাদীপক্ষ পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে। এমনকি মামলায় গ্রেপ্তার না করার শর্তে এসআই মানিক আমার কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছিলেন। হালুয়াঘাট থানার এসআই মানিক মিয়া আসামি ধরতে যাওয়ার কথা স্বীকার করলেও অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করেন। এ বিষয়ে হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মিজানুর রহমান জানান, ঘটনাটি আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ছাড়া পুলিশের কোনো গাফিলতি বা অনিয়ম থাকলে তাও তদন্তের মাধ্যমে বের করা হবে।