ব্যবসায়ীদের সমস্যার কথা শুনতে প্রতি মাসে মিট দ্য বিজনেস আয়োজন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের ব্যবসাবাণিজ্য সহজ করার পাশাপাশি সুযোগসুবিধা বাড়াতে ব্যবসায়ী, সরকারি-বেসরকারি খাতের অংশীজনের সঙ্গে এই আয়োজন করার কথা জানিয়েছে সংস্থাটি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতি মাসের দ্বিতীয় বুধবার এ আয়োজনে ব্যবসায়ীদের যারা অংশ নিতে চান তাদের তথ্য চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতি মাসের দ্বিতীয় বুধবার জাতীয় রাজস্ব বোর্ড সব অংশীজনের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত নিয়েছে। অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত হয়ে কাস্টমস, আয়কর এবং ভ্যাট বিষয়ে মাঠপর্যায়ে তাদের সমস্যার কথা সরাসরি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের কাছে উপস্থাপন করতে পারবেন। এতে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ড সুস্পষ্ট ধারণা লাভ করে সেগুলো সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আগামী বুধবার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে চলতি মাসের সভাটি হবে। সেজন্য সভায় অংশ নিতে আগ্রহী ব্যবসায়ী প্রতিনিধিদের তথ্য চাওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। সরকারি-বেসরকারি খাতের ৯৯টি সংগঠনের প্রধানকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে এফবিসিসিআই, এমসিসিআই, বিসিআই, এফআইসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ ট্যারিফ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও রয়েছে।