গ্রিসের নিয়া মানোলদায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ দূতাবাস। গতকাল ২১০ জন বাংলাদেশির হাতে বিনামূল্যে নতুন পাসপোর্র্ট তুলে দেন দূতাবাসের সচিব রাবেয়া বেগম। একই সঙ্গে ৫ শতাধিক প্রবাসীকে দেওয়া হয় অগ্নিকাণ্ডে ক্ষতির সার্টিফিকেট।
চলতি বছরের ১৩ মে রাজধানী এথেন্স থেকে ৩৫০ কিলোমিটার দূরে নিয়া মানোলদা গ্রামের একটি কৃষি খামারের শ্রমিক আবাসনে আগুন লাগে। হাজারখানেক বাংলাদেশি সেখানে বসবাস করতেন, অনেকেই আগুনে ক্ষতির মুখে পড়েন। ২১০ জনের পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়। এ খবর পেয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা, সচিব রাবেয়া বেগমসহ দূতাবাসের একটি প্রতিনিধিদল ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার করেন। এরপর পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিনামূল্যে পাসপোর্ট প্রদান কার্যক্রম সম্পন্ন করা হয়। প্রবাসী মো. আলমগীর হোসেন বলেন, আগুন লাগার পর মনে হয়েছিল, সব শেষ। নতুন পাসপোর্ট হাতে পেয়ে এখন অনেক স্বস্তিতে আছি। ফজলুল করিম বলেন, সরকার ও দূতাবাসের প্রতি আমরা কৃতজ্ঞ।