ব্যাপক ব্যবসায়িক সম্ভাবনায় পর্দা উঠল দেশের প্রথম প্রসাধনী, পারসোনাল কেয়ার ও হাইজিন পণ্য প্রদর্শনীর। গতকাল রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘কসমেটিকা : পারসোনাল কেয়ার অ্যান্ড হাইজিন শো ২০২৫’-এর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ংশিক।
দেশে প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যার পণ্য নিয়ে প্রথমবারের মতো এটাই সবচেয়ে বড় আসর। দুই দিনব্যাপী এ প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে কোরিয়া, থাইল্যান্ডসহ বেশ কিছু দেশের প্রখ্যাত সব প্রসাধনী ব্র্যান্ড, প্রস্তুতকারক, সরবরাহকারী, খুচরা বিক্রেতা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আয়োজনটির পৃষ্ঠপোষকতা করছে ঢাকাস্থ কোরিয়া দূতাবাস, কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কেওটিআরএ) এবং ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রোমোশন (ডিআইটিপি), থাইল্যান্ড। টাইটেল স্পন্সর স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে কিউট এবং প্লাটিনাম স্পন্সর ইঞ্জিনিয়াস রিসোর্সেস।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিডেটের সিইও মালিক মোহাম্মদ সাঈদ, এসিআই কনজিউমার ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. কামরুল হাসান, ইঞ্জিনিয়াস রিসোর্সেসের ফখরুল আলম, সাশ্রমের চেয়ারম্যান ও এমডি মনোজ আরোরা, ডিআইএএ’র প্রেসিডেন্ট এ কে এম আজাদ। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।
প্রধান অতিথি পার্ক ইয়ংশিক বলেন, ‘কোরিয়া গত বছর ১০ বিলিয়ন ডলারের প্রসাধনী পণ্য রপ্তানি করেছে। কসমেটিকস ও পারসোনাল কেয়ার অ্যান্ড হাইজিন পণ্যের বড় বাজার বাংলাদেশ। আমরা সব সময় বাংলাদেশের ব্যবসায়িক অংশীদার। এ খাতে কোরিয়া বিনিয়োগ করতে আগ্রহী। এ এক্সপো থেকে আমরা বাজার সম্পর্কে নতুন ধারণা পাব বলে প্রত্যাশা করছি।’ আয়োজক প্রতিষ্ঠান স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম ফয়সাল মুনিম বলেন, ‘আমরা চেষ্টা করছি এ খাতের সব ধরনের স্টেকহোল্ডারকে একত্র করার। আমাদের প্রত্যাশা এ প্রদর্শনী দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবে।’