২০৪৫ সালের মধ্যে বিল গেটস ফাউন্ডেশনের সেবামূলক কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত জানালেন বাংলাদেশসহ বিভিন্ন দেশে আর্তমানবতার সেবায় রত সংস্থাটির প্রতিষ্ঠাতা ধনকুবের বিল গেটস। ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ৮ মে এবং এ দিনই মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস নিজের ব্লগে লিখেছেন, ‘আগামী ২০ বছরের মধ্যে নিজের সম্পদের মোট ৯৯% তথা প্রায় ২০০ বিলিয়ন ডলার দাতব্য সংস্থাটির মাধ্যমে দান করা হবে এবং এভাবেই গেটস ফাউন্ডেশনের বিলুপ্তি ঘটবে।’ ৬৯ বছর বয়সি বিল গেটসের প্রত্যাশা পরলোকগমনের সময় তিনি ধনকুবের হিসেবে থাকতে চান না। অর্জিত সমস্ত অর্থ বিলিয়ে যেতে চান। বিশ্বব্যাপী মানুষের জীবন বাঁচাতে ও তাদের জীবনমানের আরও উন্নতি ঘটাতে তার পুরো সম্পদই ব্যয় করবেন। ২৫ বছর আগে প্রতিষ্ঠিত এ সংস্থার মাধ্যমে এযাবৎ প্রায় ১০০ বিলিয়ন ডলার ব্যয় করেছেন। উল্লেখ্য, বিল গেটসের এ ঘোষণা এমন সময়ে এলো যখন ডোনাল্ড ট্রাম্প বহির্বিশ্বে সেবামূলক কর্মকা থেকে যুক্তরাষ্ট্রকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের মতো ধনী দেশ যদি আর্তমানবতার সেবা থেকে নিজেকে সরিয়ে নেয় তাহলে ব্যক্তিবিশেষের উদ্যোগ অব্যাহত রাখা সম্ভব হলেও লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।