রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী আরিফ শিকদার (২৬) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী শুটার মাহফুজুর রহমান ওরফে বিপুকে (৪৮) আটক করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে র্যাব-৩ এর একটি দল ফরিদপুরের মধুখালী থেকে তাকে আটক করে।
র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) শনদ বড়ুয়া বলেন, হাতিরঝিল এবং মগবাজার এলাকায় বিপু ও তার বাহিনীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ জনগণ অতিষ্ঠ ও ভীত সন্ত্রস্ত। গত ১৯ এপ্রিল হাতিরঝিল থানার নয়াটোলায় আরিফ সিকদারকে গুলি করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল তার মৃত্যু হয়।
জানা গেছে, আরিফ হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের বোন রিমা আক্তার বাদী হয়ে বিপুসহ কয়েক জনের নামে হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন। বিপুর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় অস্ত্র এবং হাতিরঝিল থানায় হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে।