বিশ্বব্যাপী আর্থিক প্রবণতার পরিবর্তন, যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফের চাপ এবং বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন বাংলাদেশের ব্যাংক খাতের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) ও বিশ্ববাণিজ্য সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। তাই বাংলাদেশের ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তুলে ধরেছেন ব্যাংকার, অর্থনীতিবিদ, বাণিজ্য বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা। গতকাল ‘বিশ্বব্যাপী আর্থিক প্রবণতা ও সংস্কার : বাংলাদেশের ওপর প্রভাব’ শীর্ষক আলোচনায় তারা এসব কথা বলেন। রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ (আইসিসি বাংলাদেশ)। আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে যেসব ট্যারিফ আরোপ করতে যাচ্ছে, সেগুলোর পূর্ণ বাস্তবায়ন হলে রপ্তানি আয় কমে যাবে, বৈদেশিক মুদ্রার সংকট দেখা দেবে এবং খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়বে। তাই আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত সংস্কার জরুরি। তিনি বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন তুলে ধরে বলেন, দেশের ব্যাংক খাতে গঠনগত দুর্বলতা ও খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ২ লাখ ৯০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। আইসিসি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এ কে আজাদ বলেন, যুক্তরাষ্ট্রের ট্যারিফের প্রভাব মোকাবিলায় আইসিসি ও বিশ্ববাণিজ্য সংস্থার হস্তক্ষেপ প্রয়োজন। এ ছাড়া রাজনৈতিক অস্থিরতার সময় ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর বিমা দাবি নিষ্পত্তির বিষয়েও তারা যেন নজর দেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংককে ডলারের দর বাজারভিত্তিক করার পরামর্শ দেন তিনি। আইসিসি গ্লোবাল ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান ফ্লোরিয়ান উইট বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন পুনর্বিনিয়োগ এবং খেলাপি ঋণ কমানো জরুরি। তিনি ব্যাংক একীভূতের বিষয়ে বলেন, যাতে বড় ও স্থিতিশীল ব্যাংক গড়ে ওঠে। ইসলামী ও দুর্বল বেসরকারি ব্যাংকগুলোর জন্য ফরেনসিক অডিটের পরামর্শও দেন তিনি। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসাইন চৌধুরী বলেন, সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, তবে এর ফলাফল মূল্যায়নের সময় এখনো আসেনি।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
ইন্টারন্যাশনাল চেম্বারের সেমিনার
বিশ্বব্যাংকের প্রতিবেদন ব্যাংক খাতে চ্যালেঞ্জ তৈরি করেছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর