নিখোঁজের ৯ দিন পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের তৃতীয় শ্রেণির স্কুলছাত্র কাফি খন্দকারের (৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ২টার দিকে ওই গ্রামের একটি পুকুরের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটির পরিবারের দাবি, কাফিকে হত্যা করে তার লাশ পুকুরের পাড়ের ঝোপঝাড়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। নিহত স্কুলছাত্র কাফি খন্দকার ক্ষেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো ১৮ এপ্রিল বিকালে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল কাফি খন্দকার। সেদিন সন্ধ্যার আগে অন্য শিশুরা বাড়ি ফিরলেও নিখোঁজ হয় সে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি ও থানায় জিডি করে একমাত্র ছেলের কোনো সন্ধান পাননি। এরপর শনিবার দুপুর ২টায় শ্যাওলাপাড়া গ্রামের একটি পুকুরের পাড়ে তার অর্ধগলিত লাশ দেখেন গ্রামবাসী।