বরিশাল সিটি করপোরেশনে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে মেয়র ঘোষণা চেয়ে করা মামলার আদেশের দিন পরিবর্তন করা হয়েছে। গতকাল মামলার অধিকতর শুনানি শেষে আদেশ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৫ মে নতুন দিন ধার্য করেছেন আদালত।
এদিকে, মামলার আদেশ উপলক্ষে সকালে নগরীর সদর রোড থেকে মিছিল বের করেন ফয়জুল করীমের সমর্থক ও ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ও দায়রা জজ আদালতের সামনে অবস্থান নেয়। পরে মামলার আদেশ না পেয়ে ক্ষিপ্ত হয়ে আদালত চত্বরে প্রবেশ করেন সমর্থক ও নেতা-কর্মীরা। সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিলে ফজলুল হক এভিনিউ সড়কে অবস্থান নেন তারা। এ সময় ৫ মে কাফন পরে আদালত চত্বরে উপস্থিত থাকার ঘোষণা দেওয়া হয়। আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির বলেন, ২০২৩ সালে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে সন্ত্রাসী কায়দায় নির্বাচিত ঘোষণা করা হয়। এ নিয়ে সম্প্রতি মামলা করেন মুফতি ফয়জুল করীম। বৃহস্পতিবার এ মামলার আদেশ দেওয়ার কথা থাকলেও আদালত বলেছে, আরেকটু পর্যালোচনা করা প্রয়োজন। আশা করি, ৫ মে ন্যায়বিচার পাব। আমি আদালতকে বলেছি, আইন অনুযায়ী যে কোনো একটি আদেশ দিন। আদেশে আমরা সন্তুষ্ট।