করোনা পরীক্ষা ফির ২ কোটি ৬১ লাখ টাকা আত্মসাতে অভিযুক্ত খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদকে ২০২৩ সালের ২৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়। এদিকে গত ২৫ মার্চ তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে উপ-পরিচালক পদে বদলি করে। গতকাল ওই পদে যোগ দিতে এলে চিকিৎসকদের বাধার মুখে পড়েন ডা. সুজাত আহমেদ। হাসপাতালের চিকিৎসকরা পরিচালকের কক্ষে জড়ো হয়ে ডা. সুজাতকে উপ-পরিচালক পদে যোগদানের আপত্তি জানান। তাদের আপত্তির মুখে ডা. সুজাত ওই পদে যোগ দিতে না পেরে ফিরে যান।
এদিকে বদলির একই চিঠিতে খুমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মুহাম্মদ নূরুল ইসলামকে ঢাকার মুগদা মেডিকেলে বদলি করা হয়। তিনি গতকাল খুমেক হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।
খুমেক হাসপাতালের পরিচালক ডা. মোহসিন আলী ফরাজী জানান, চিকিৎসকরা তার কক্ষে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। তারা ডা. সুজাতের বিরুদ্ধে বিগত স্বৈরাচারের দোসর, করোনা টিকার টাকা লুটপাট ও উপ-পরিচালক পদে যোগ দিলে হাসপাতালের প্রশাসনিক অস্থিরতা তৈরি হবে বলে জানান। তাদের আপত্তির কারণে ডা. সুজাত উপ-পরিচালক পদে যোগ দিতে পারেননি।