পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেন ছিনতাই ঘটনার জন্য ভারতকে দায়ী করে পাকিস্তান যে বক্তব্য দিয়েছিল, তার পাল্টা জবাব দিয়েছে ভারত। ভারত বলেছে, ‘সন্ত্রাসবাদের ভরকেন্দ্র কোথায়, তা গোটা বিশ্ব জানে।’
প্রসঙ্গত গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে একটি ট্রেন ছিনতাই করেছিল স্বাধীনতাকামী বালুচ লিবারেশন আর্মি। জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনে সাড়ে চার শর বেশি যাত্রীকে দীর্ঘ ২৪ ঘণ্টার বেশি সময় জিম্মি করে রেখেছিল তারা। এরপর পাকিস্তানি সেনাবাহিনী অভিযান চালালে মৃত্যু হয় ২১ যাত্রীর। এই ট্রেন ছিনতাইয়ের জন্য ভারতকে দোষারোপ করে পাকিস্তান।
এরপরই প্রতিবাদ জানিয়ে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা পাকিস্তানের ভিত্তিহীন মিথ্যা দাবি খারিজ করছি। গোটা বিশ্ব জানে সন্ত্রাসবাদের ভরকেন্দ্র কোথায়।’ তিনি আরও বলেন, ‘অন্যের দিকে আঙুল তোলা এবং নিজেদের অভ্যন্তরীণ সমস্যা ও ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করার আগে পাকিস্তানের নিজের দিকে তাকানো উচিত।’