রাজধানীর গেন্ডারিয়ার ঢালকানগরে শত্রুতার জেরে সিয়াম শেখ (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্বজনরা মারাত্মক আহত ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
সিয়াম মাদারীপুরের রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদীপ গ্রামের ইয়াকুব আলী শেখের ছেলে। স্ত্রী ও পরিবার নিয়ে শ্যামপুর সাধনা নিকেতন গলিতে ভাড়া থাকতেন। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন সিয়াম। এক বছর আগে বিয়ে করেন। নিহতের মামা মো. হারুন জানিয়েছেন, সিয়াম রাতে বাসা থেকে বের হওয়ার পর ঢালকানগরে যাওয়া মাত্র পূর্বশত্রুতার জেরে ওই এলাকার কিশোর গ্যাং সোহাদ, তাসিনসহ ১৫-২০ জন তাকে এলোপাতাড়ি পথরোধ করে কুপিয়ে ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।