দালালের খপ্পরে পড়ে ২০২৪ সালে লিবিয়া যান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জয়নাবাদ চরপাড়া গ্রামের যুবক পলাশ ইসলাম (৩৫)। সেখানে গিয়ে পড়েছেন জীবনসংকটে। তাকে নির্মম নির্যাতনের ভিডিওচিত্র পরিবারের কাছে পাঠিয়ে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পাওয়ায় দুই সপ্তাহের বেশি সময় ধরে তার ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে। পাশাপাশি নির্যাতনের ভিডিও পাঠানো হচ্ছে স্বজনদের কাছে। এ ঘটনায় মামলা দায়েরের পর ফেনী থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, এ ঘটনায় গত ১ জুন কুমারখালী থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন ভিকটিমের ভাই আবদুর রহিম। মামলার আসামিরা হলেন- নাজমা আক্তার (৩০), তার স্বামী আফসার হোসেন ও মঈনুদ্দিন। মামলা সূত্রে জানা যায়, লিবিয়া নেওয়ার জন্য ২০২৪ সালের ২৫ মার্চ সাড়ে ৪ লাখ টাকা নেন। এরপর সেখানে এক বছর দুই মাস থাকলেও তাকে কোনো কাজ দেওয়া হয়নি। উল্টো পলাশকে অজ্ঞাত স্থানে আটকে রেখে আফসার তার স্ত্রীকে দিয়ে ১৫ লাখ টাকা দাবি করতে থাকেন। টাকা দিতে না পারায় ভিডিও কল দিয়ে মারধর করে দেখাত। মুখ, হাত-পা বেঁধে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে মারধর করা হচ্ছে। হাত-পায়ের আঙুলের নখ তুলে তার আর্তচিৎকারের অডিও পাঠানো হচ্ছে। ওই ভিডিও ক্লিপে দেখা যায় তারা আরও তিনজনকে একইভাবে বন্দি করে রেখেছে। ভাইয়ের প্রাণরক্ষার্থে দেড় লাখ টাকা পাঠানো হয়। বাকি টাকার জন্য তারা বিভিন্ন নম্বর থেকে বারবার ফোন দিত। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, র্যাব তিনজনকে আটকিয়ে হস্তান্তর করেছে। কুষ্টিয়া পুলিশের টিম এলে তাদের কাছে হস্তান্তর করা হবে।
শিরোনাম
- নেত্রকোনায় অপরিকল্পিত ড্রেনেজে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা
- কোদালের আঘাতে আহত কৃষকের মৃত্যু, যুবক আটক
- বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চিত্র ও ভিডিও প্রদর্শনী
- পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালাল ৯ হত্যা মামলার আসামি
- সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ মারা গেছেন
- সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
- ইসির খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে পথনাটক
- যাতায়াত ভোগান্তি কমাতে শাবিতে তিনটি দ্বিতল বাসের উদ্বোধন
- আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার নিন্দা জানিয়ে যা বলল তুরস্ক
- ১৪ ভারতীয় জেলেকে জেলহাজতে প্রেরণ
- ঠাকুরগাঁওয়ে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা
- বগুড়ায় ব্যাংক কর্মকর্তাদের সুইফট সচেতনতা সেমিনার
- দম্পতিদের জন্য গ্রিন কার্ডের নিয়মে বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের
- আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনায় তুরস্কের নিন্দা
- সিডনিতে এ-বি স্ট্রিট লাইব্রেরির ১৭তম শাখার উদ্বোধন
- ৪০% ক্লাস অনলাইনে: সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’
- পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১,৫৯৩
- জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি : সালাহউদ্দিন
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৮৩ মামলা