বিদায়ের সুর বেজে উঠেছে অমর একুশে বইমেলা প্রাঙ্গণে। যার কারণে বিষাদের ছাপ ছিল লেখক, পাঠক ও প্রকাশকদের মাঝে। এক মাস উৎসবমুখর পরিবেশে লেখক, পাঠক ও প্রকাশকদের মাঝে যে মেলবন্ধন ঘটেছিল আগামীকাল শনিবার থেকে তা দেখা যাবে না সোহরাওয়ার্দী উদ্যানের বিস্তীর্ণ প্রান্তরে। বিকাল থেকে রাত পর্যন্ত স্বাধীনতার স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানটাও খাঁখাঁ করবে। সবকিছু মিলিয়ে বিদায়ের করুণ সুরে বিষাদের ছাপ ছিল মেলাজুড়ে। এ বিষয়ে আবিষ্কার-এর স্বত্বাধিকারী দেলোয়ার হাসান বলেন, বইমেলা হলো বইয়ের উৎসব। আর উৎসবে কখনো লাভ লোকসানের হিসাব চলে না। আনন্দমুখর ও উৎসবে রাঙানো পরিবেশ মিস করব সেটা ভেবেই খারাপ লাগছে। সূচিপত্রের স্বত্বাধিকারী সাঈদ বারী বলেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে একটি বৈষম্যহীন ও সুন্দর গোছানো মেলার প্রত্যাশা করেছিলাম, সেটা পেয়েছি। স্বৈরাচার আমলে আমি টানা পাঁচ বছর বইমেলায় অংশ নিতে পারিনি। প্রতি পদে পদে বাধাগ্রস্ত হয়েছি। কিন্তু নতুন বাংলাদেশে এবার সব দল ও মতের মানুষ অংশ নিতে পেরেছে এটাই ভালো লাগার বিষয়। কবি ও সাংবাদিক আহমেদ সেলিম রেজার কাব্যগ্রন্থ ‘না যাবো না’ প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা বই উদ্যান। প্রকাশক জানান, বইটি পাঠকদের ব্যাপক সমাদর অর্জন করেছে। কবিতার বই পাঠক সমাদৃত হওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু আহমেদ সেলিম রেজার কাব্যগ্রন্থটি কবিতাপ্রেমীদের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। আহমেদ সেলিম রেজা বলেন, সাহিত্যে কবিতার বই সব সময় অবহেলিত থাকে। কিন্তু আমার বইটি পাঠকদের প্রশংসা অর্জন করাতে আমি অনেক বেশি সন্তুষ্ট। ফয়সাল হোসেনের প্রচ্ছদে ৫৭টি কবিতা দিয়ে সাজানো এই বইটির দাম ২৫০ টাকা। পাওয়া যাবে ২৬২ নম্বর স্টলে।
নাদিয়া আফরীনের ‘দ্য ফরগটেন হাইল্যান্ডার’ : দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিস্মৃত সৈনিকের আত্মজীবনী নিয়ে বইউদ্যান এনেছে নাদিয়া আফরীন অনূদিত বই ‘দ্য ফরগটেন হাইল্যান্ডার’। এলিয়েস্টেয়ার উরকুহার্টের লেখা থেকে অনূদিত এই বইটি পাঠকদের নজর কাড়তে সক্ষম হয়েছে বলে জানান প্রকাশক।
নতুন বই : গতকাল অমর একুশে বইমেলার ২৭তম দিনে নতুন বই এসেছে ১৭৬টি। আর গত ২৭ দিনে মোট নতুন বই এসেছে ২ হাজার ৯৬৪টি।
দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০২৪ ঘোষণা : ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০২৪’ পাচ্ছেন কবি রহমান হেনরী, ফেরদৌস মাহমুদ, তারেক রেজা, শাহমুব জুয়েল, সৈয়দা আঁখি হক, মাইনুল ইসলাম মানিক, রুমা বসু, নূরে জান্নাত, ইমাম মেহেদী, বঙ্গ রাখাল, সোহরাব সুমন, প্রিটি এবং সাদিয়া ইসলাম বৃষ্টি। আগামী মার্চে দেশ সাহিত্য উৎসবে মনোনীতদের হাতে পুরস্কার হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রকাশক অচিন্ত্য চয়ন।