নাটোরের বড়াইগ্রামে বিয়েবাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে মারধরের ঘটনায় কামাল ব্যাপারী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল ব্যাপারী মানিকপুর গ্রামের মৃত ইসমাইল ব্যাপারীর ছেলে।
জানা গেছে, মানিকপুর গ্রামের কামাল ব্যাপারীর ভাতিজা সুমন ব্যাপারীর বিয়ের আয়োজন চলছিল। বিয়ে উপলক্ষে বাড়িতে গান বাজানো হচ্ছিল। এমন সময় প্রতিবেশী মৃত আকু ব্যাপারীর ছেলে সামসুল ব্যাপারী, শাহজাহান ব্যাপারী ও শাহাদত ব্যাপারী বিয়েবাড়িতে এসে গান বাজানোকে কেন্দ্র করে হইহই শুরু করে। এ সময় তর্কবিতর্কের একপর্যায়ে তারা কামাল ব্যাপারীর ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই কামাল ব্যাপারী মারা যান। এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মাহবুবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।