দাবিদাওয়া নিয়ে সচিবালয়ে ফলপ্রসূ আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের চাকরিপ্রার্থীরা। ফলে কর্মসূচি চালু রাখার ঘোষণা দিয়েছেন তারা। গতকাল শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সচিবালয়ে যাওয়া ছয় সদস্যের প্রতিনিধিদলের একজন জান্নাতুল নাইম বলেন, ‘আগে আমাদের যেমন আশ্বস্ত করা হয়েছিল, এবারও সেই একইভাবে আশ্বস্ত করে বলা হয় যে, এটা আদালতের রায়। এর এখতিয়ার হচ্ছে বিচারকের।’ জান্নাতুল নাইম বলেন, ‘আমাদের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেছেন, ৬ হাজার ৫৩১ জন প্রার্থীর কাউকেই বাদ দেওয়া হবে না। এরপর তো আমাদের আর কিছু বলার থাকে না। আমরা উপদেষ্টাকে অনুরোধ করেছি যেন অতি দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে আমাদের নিয়োগ প্রদান করা হয়।’
নাইম আরও বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের সব সময় শুধু আশ্বস্ত করা হচ্ছে। আগেরবার আমরা ঘরে ফিরে গিয়েছিলাম, কিন্তু এবার আর ঘরে ফিরব না। যত দিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে আমরা রাজপথে থাকব এবং আমাদের কর্মসূচি চলমান থাকবে। হাই কোর্টের সিদ্ধান্ত বাতিল করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়। এর আগে গতকালও প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন।