হাই কোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়ার আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন এই চাকরিপ্রার্থীরা। গতকাল তারা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। অতি দ্রুত তাদের যোগদান করানোর দাবি জানান তারা। দাবি মেনে না নিলে আজকের মধ্যে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আন্দোলনরত প্রার্থী তালুকদার পিয়াস বলেন, গতকাল আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর সঙ্গে সাক্ষাতের কোনো সুযোগ পাইনি আমরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা বরাবরের মতো অবস্থান কর্মসূচি পালন করেছি। পরে বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পথযাত্রা করে সেখানে সমাবেশ করেছি। সমাবেশ থেকে আমরা অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগদান করানোর দাবি জানিয়েছি।
আন্দোলনরত চাকরিপ্রার্থীরা বলেন, আমাদের ন্যায্য দাবির আন্দোলনে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না। জুলাই বিপ্লবের আগে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আগের নিয়ম মেনে দুই ধাপে শিক্ষকরা চাকরিতে যোগদান করেছেন। তাহলে একই বিজ্ঞপ্তির আওতায় আবেদন করে কেন আমাদের নিয়োগ বাতিল করা হবে? এমন অবিচার মেনে নেওয়া হবে না। চাকরিতে যোগদান পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।