শীতের মাসে আতিথেয়তা করতে নদীতে আসে হাজারো পাখি। আর তখন নদীগুলো পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে। নওগাঁর মহাদেবপুর উপজেলার বুকচিরে প্রবাহিত হয়েছে আত্রাই নদী। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত হাজারো পাখির কলকাকলিতে মুখরিত থাকে নদীর দুই ধার। আর নদীর স্বচ্ছ পানিতে চলে পরিযায়ী পাখির জলকেলি। তাদের আগমনে প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। এই পরিযায়ী পাখিগুলো ঋতুচক্রের পালাবদলে হাজার হাজার মাইল পথ পেরিয়ে উড়ে এসেছে এখানে। বিশেষ করে রাঙা ময়ূরী আর বালিহাঁসের দিনভর খুনসুটিতে নদীতে সৃষ্টি হয়েছে এক নান্দনিক পরিবেশ। আর পাখি ঘিরে এলাকাটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। এই শীত মৌসুমে বালি হাঁস, সরালি হাঁস, পানকৌড়ি, রাতচোরাসহ বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির বিচরণ এই নদীতে। এ ছাড়া পিয়াং হাঁস, পাতিসরালি, লেংজা হাঁস, বালি হাঁস, পাতিকুট, শামুকখোল, পানকৌড়িসহ ১৫ জাতের দেশি পাখির দেখা মিলবে এখানে। এসব পরিযায়ী পাখি কখনো জলে ভাসতে থাকে আবার কখােন দল বেঁধে ওড়ে নদীর চার পাশে। একসঙ্গে ওঠানামা করতে গিয়ে পা আর পাখার ঝাপটায় চারদিকে ছিটকে পড়া পানিতে সৃষ্টি হয় এক অপরূপ দৃশ্য। আত্রাই নদীর মহাদেবপুরের কুঞ্জবন ব্রিজে কথা হয় শিক্ষার্থী টুম্পা, খলিল ও পরিমণির সঙ্গে। তারা জানালেন, প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার সময় অতিথি পাখির পাখা ঝাপটার শব্দ শুনতে খুব ভালো লাগে। হাজার হাজার পাখি প্রতিদিন নদীর বাঁশগুলোতে থাকে। শুধু আমরা নয়; প্রতিদিন অনেক দর্শনার্থী পাখির কিচিরমিচির শব্দ ও জলকেলি দেখতে আসে। খুব সুন্দর ও মনোমুগ্ধকর একটা পরিবেশ। পাখি দেখতে আসা দর্শনার্থী ওমর ফারুক ও আরিফুল ইসলাম বলেন, ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে এসে পানিতে পড়ছে আবার কেউ বসে আছে বাঁশের ওপর। এ দৃশ্য না দেখলে কাউকে বুঝানো সম্ভব হবে না। তাই এলাকাটি যদি পাখির অভয়ারণ্য হিসাবে গড়ে তোলা যায় তাহলে এখানে পরিযায়ী পাখি আরও বেশি করে আসত। এসব পরিযায়ী পাখিকে ঘিরে এলাকাটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি তাদের। নওগাঁর জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সোহানুর রহমান বলেন, প্রতি বছর শুধু আত্রাই নদীতে নয়; জবই বিলে, দিবর দিঘি, আলতাদিঘিতেও হাজার হাজার পরিযায়ী পাখি আসে। কিন্তু গত বছরের তুলনায় এবার পরিযায়ী পাখির সংখ্যা কম। কারণ, এবার শীত কম। তারপরেও এবার ২৫-৩০ প্রজাতির পাখির দেখা মিলেছে।
শিরোনাম
- গাইবান্ধায় বোরো ধানের নমুনা শস্য কর্তন
- এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
- জাতীয় সংসদে আসন ৬০০ করার সুপারিশ
- অফিস সময়ে সভার জন্য সম্মানী না নিতে নির্দেশনা
- পাহাড়ে জলকেলিতে মাতোয়ারা তরুণ-তরুণীরা
- নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
- ‘নির্বাচনের আগে সংস্কার ও গণহত্যায় অভিযুক্তদের বিচার চায় জামায়াত’
- মহেশখালীতে অপহৃত ইজিবাইক চালক উদ্ধার
- ঝিনাইদহ-যশোর মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৫
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি শিগগিরই
- প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন
- ‘প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর কাজ চলছে’
- নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে: রিজভী
- বিএনপি কখনো ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করেনি: এ্যানি
- পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের
- হাওর ইজারা বন্ধ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- ভেনেজুয়েলানদের ফেরত পাঠানো স্থগিত করলো মার্কিন সুপ্রিম কোর্ট
- রংপুরে কমেছে বড় কৃষকের সংখ্যা
- মাতারবাড়িতে ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫
আপডেট:
০২:৩৮, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫
পাখির মিলনমেলা
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর