মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসের ছাদ উড়ে গেলেও বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসের চালক ছাদহীন বাস চালিয়ে গেলেন পাঁচ কিলোমিটার পথ। পরে জনরোষে গাড়ি থামাতে বাধ্য হন। বাসটিতে দুর্ঘটনায় আহত যাত্রীসহ ৬০ জন যাত্রী ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমষপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন বলে জানান পদ্মা সেতুর উত্তর থানার ওসি জাকির হোসেন। তিনি বলেন, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত একজনকে চিকৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দিয়ে অন্য গাড়িতে গন্তব্যে পাঠানো হয়। হাসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, বরিশাল এক্সপ্রেস শ্রীনগরের সমষপুরে রাত সাড়ে ৯টার দিকে প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। পরে একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে বাসের ছাদ উড়ে যায়। এ সময় যাত্রীদের চিৎকারেও বাস থামাননি চালক। ছাদবিহীন বাস চালিয়ে পদ্মা সেতুতে না উঠে চালক পাশের সড়কে নিয়ে যায় বাস।
যাত্রীদের চিৎকারে স্থানীয়রা লৌহজংয়ের কুমারভোগ এলাকার ছিদ্দিকীয়া মাদরাসার সামনে বাসটির পথরোধ করে থামায় এবং যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।