বাজারে বেড়েছে সব ধরনের সবজির সরবরাহ। এতে কয়েক সপ্তাহ ধরে কম দামে বিক্রি হচ্ছে সবজি। বিক্রেতারা বলেছেন, আগের তুলনায় বাজারে সবজির সরবরাহ বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে বিক্রিও। এখনো আগের মতোই চড়া চালের দাম। গতকাল রাজধানীর খিলক্ষেত, জোয়ার সাহারা ও মহাখালী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এসব বাজারে শিম ১৫ থেকে ৪০ টাকা, ফুলকপি ১৫ থেকে ২০ টাকা পিস, বাঁধাকপি বড় ২০ থেকে ৩০ টাকা পিস, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। পাকা টম্যাটো ৩০ থেকে ৫০ টাকা, গাজর ৪০ থেকে ৫০ টাকা, মুলা ২০ টাকা, মটরশুঁটি ৭০ টাকা, খিরাই ৪০ টাকা এবং শসা ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে গ্রীষ্মকালীন সবজি বেগুন ৪০ থেকে ৫০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, ধুন্দল ৬০ টাকা এবং কাঁচা মরিচ ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা ও কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। এদিকে চাল কুমড়া ৬০ টাকা পিস, মিষ্টি কুমড়া ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি। লাল শাক ১০ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, মূলা শাক ১০ টাকা, পালং শাক ১০ টাকা, কলমি শাক তিন আঁটি ২০ টাকা, পুঁই শাক ৩০ থেকে ৪০ টাকা এবং ডাঁটা শাক ২০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে। মুড়ি পিঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা, পাতা পিঁয়াজ ৪০ টাকা, ভারতীয় পিঁয়াজ ৫৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
বাজারে গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম ছিল ২০০ থেকে ২১০ টাকা। বর্তমানে বাজারে ১০ টাকা কমে ১৯০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালির মুরগি ২৮০-৩১০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারভেদে এক ডজন ডিমের দাম বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা। পাড়া-মহল্লার দোকানে একটু বেশি দামে বিক্রি হচ্ছে।
এসব বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি মিনিকেট ও নাজিরশাইলের মতো সরু চাল ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি মোটা চাল ৫৫ থেকে ৬০ টাকা ও মাঝারি ধরনের ব্রি-২৮ ও ব্রি-২৯ চাল ৬০ থেকে ৬৬ টাকায় বিক্রি হচ্ছে। সরকারের নানা উদ্যোগের পরও চালের বাজারে ফেরেনি স্বস্তি। গরুর মাংস কেজি প্রতি ৬৫০ থেকে ৭৮০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে চলতি সপ্তাহে মাছের বাজার চড়া রয়েছে। এসব বাজারে ৫০০ গ্রামের ইলিশ ১ হাজার ১০০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রামের ১ হাজার ৭০০ টাকা, এক কেজি ওজনের ২ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে এক কেজি চাষের শিং মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকায়, প্রতি কেজি রুই ৩৫০ থেকে ৪৫০ টাকা, দেশি মাগুর ৮০০ থেকে ১০০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকায়, চাষের পাঙাস ২০০ থেকে ২৩০ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৭০০ থেকে ১২০০ টাকায়, বড় কাতল ৩৫০ থেকে ৪৫০ টাকায়, পোয়া মাছ ৩৫০ থেকে ৪০০ টাকায়, পাবদা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, তেলাপিয়া ২২০ টাকায়, কই মাছ ২২০ থেকে ২৩০ টাকায় রূপচাঁদা ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।