লালমনিরহাট জেলা শহরের ব্যস্ততম এলাকায় দুই দিন ধরে শিয়াল আতঙ্কে লোকজন। এরই মধ্যে একজনের অণ্ডকোষ কামড়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এক রাতেই শিয়ালের কামড়ে ১০ জন আহত হয়েছেন। আটজন লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আশঙ্কাজনক দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে শহরের ব্যস্ততম মিশন মোড়, সার্কিট হাউস, পুলিশ লাইনস ও বটতলায় এ ঘটনা ঘটে। বর্তমানে রাস্তায় রাস্তায় লোকজন লাঠি হাতে পাহারা দিচ্ছেন। পুলিশ লাইনসসংলগ্ন মোটরসাইকেল মেকানিক্স প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম জানান, তাঁর দোকানের সামনে একটি শিয়াল আকস্মিক এসে যাকে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে। শিয়ালটিকে কুকুর আক্রমণ এতে গেলে উল্টো শিয়ালটিই কুকুরগুলোকে ধাওয়া দেয়। পরে তিনি ও তাঁর কর্মচারী এবং শহরের লোকজন শিয়ালটিকে মারার জন্য ধাওয়া করেও ধরতে পারেননি।
লালমনিরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সামিরা হোসেন চৌধুরী বলেন, ‘আমাদের এখানে শিয়ালের কামড়ে আহত অবস্থায় চারজন ভর্তি হয়েছেন। এদের মধ্যে আলিফ নামে একটি শিশুও আছে। আহতদের চিকিৎসার পর ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শচিন ও মোখলেস নামে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’ এ ছাড়া আরও পাঁচ-ছয় জন পথচারীকে শিয়াল কামড়িয়েছে বলে তিনি জানতে পেরেছেন। কিন্তু তারা হাসপতালে চিকিৎসা নিতে আসেননি।
লালমনিরহাট বন বিভাগের ফরেস্টার মো. মাহবুবুল হক বলেন, ‘খাবার সংকট এবং বাসস্থানের অভাবে হয়তো শিয়ালসহ কিছু বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করেছে। লোকমারফত জানতে পারলাম ৯-১০ জন পথচারীকে শিয়াল কামড়ে আহত করেছে। আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি অবগত করেছি।’