সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর নামে থাকা ১৯.৮২ একর জমি, তিনটি বাড়ি, দুটি ফ্ল্যাট ও ১৬টি গাড়িসহ বিভিন্ন সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়াও হেনরীর নামে থাকা ১৯টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে, যাতে ৫৬ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৯২ টাকা রয়েছে। অবরুদ্ধ করা হয়েছে বিভিন্ন কোম্পানিতে থাকা শেয়ার।
গতকাল ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন হেনরীর সম্পত্তি জব্দের আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. রেজাউল করিম রেজা। জব্দ করা স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে, সিরাজগঞ্জের মুজিব সড়কে থাকা সাত তলা বাড়িসহ জমি, একই জেলার ভূতেরদিয়ারে জমিসহ বাড়ি, সদানন্দপুরে জমিসহ ফ্ল্যাট, রাজধানীর মিরপুরে থাকা একটি ফ্ল্যাট ও সিরাজগঞ্জের রতনকান্দির বাহুবায় থাকা দুতলা ভবন। সম্পত্তিগুলোর দলিলমূল্য ৫ কোটি ২২ লাখ ১৪ হাজার টাকা। এ ছাড়াও জব্দ করা স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় জান্নাত আরা হেনরীর নামে থাকা ১৯.৮২ একর জমি। এসব জমি ৪০টি দলিলে ক্রয় করা হয়। এসব জমির দলিলমূল্য ১১ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ৬২৯ টাকা। অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে বিভিন্ন ব্যাংকে থাকা হেনরীর ১৯টি ব্যাংক অ্যাকাউন্ট। দুদকের তথ্য অনুযায়ী, জান্নাত আরা হেনরীর নিজ নামে, ব্যবসা প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে সঞ্চয়ী, চলতি, ডিবিএস, এসএনডি ও এফডিআরসহ বিভিন্ন অ্যাকাউন্টে মোট ৫৬ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৯২ টাকা রয়েছে।
তার নিজ ও যৌথ নামে অর্জিত এসব জ্ঞাত আয়বহির্ভূত এবং অসাধু উপায়ে অর্জিত অর্থ যাতে হস্তান্তর না করতে পারে সেজন্য মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪-২২ ধারা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৮ বিধিমতে হিসাব অবরুদ্ধকরণ করা হয়। দুদকের তদন্তকালে জান্নাত আরা হেনরীর নামে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকে (আরজেএসসি) নিবন্ধিত চারটি লিমিটেড কোম্পানিতে মালিকানা/বিনিয়োগের তথ্য পাওয়া যায়। এসবের মালিকানা হস্তান্তর রোধ করার আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে হেনরী অপটিক্যাল ফাইবার লিমিটেডে ৩৫ হাজার শেয়ার, এরআরএল ইকু ব্রিকস লিমিটেডে ৫০ হাজার শেয়ার, জেসমিন কনসটেক লিমিটেডে ৩৪ হাজার শেয়ার, ইআরএলএ লিমিটেডে ১ হাজার ৫০০ শেয়ার। এসব বিনিয়োগের মূল্য ধরা হয়েছে ১ কোটি ৩৪ লাখ টাকা। এ ছাড়া জান্নাত আরা হেনরীর নামে থাকা ১৬টি গাড়ি জব্দের আদেশ দেওয়া হয়েছে। এসব গাড়ির সর্বমোট মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা। উল্লেখ্য, জান্নাত আরা হেনরী ও তার স্বামী মো. শামীম তালুকদার লাবু গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন।