ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানাবে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এ তথ্য জানিয়েছেন। শনিবার ফরাসি সাপ্তাহিক ল্য জার্নাল দ্যু দিমানশেকে দেওয়া এক সাক্ষাৎকারে বারো বলেন, এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে এটিকে এগিয়ে নিয়েছে। এবারই প্রথম আরব দেশগুলো হামাসের নিন্দা করে তাদের নিরস্ত্রীকরণের দাবি তুলবে। বারো আরও বলেন, এ পদক্ষেপের মাধ্যমে ইউরোপের আরও দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেবে। ইউরোপীয় দেশগুলোর অর্ধেক ইতোমধ্যে স্বীকৃতি দিয়েছে, বাকিরাও বিষয়টি বিবেচনা করছে।
নিউইয়র্কে আসন্ন জাতিসংঘ সম্মেলনে একটি উচ্চাভিলাষী এবং কঠোর কূটনৈতিক পথরেখা চালু করতে চায় ফ্রান্স। এর আগে বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ২১ সেপ্টেম্বর জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এ ঘোষণার তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।