পাকিস্তানের সিন্ধু প্রদেশের জামশোরো-কোহিস্তান পাহাড়ি এলাকায় খাদে একটি মাইক্রোবাস পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। সোমবার রাতের এ দুর্ঘটনার খবর দিয়ে জামশোরোর ডেপুটি কমিশনার ঘাজানফার কাদরি স্থানীয় গণমাধ্যম ডনকে বলেন, নিহতদের অধিকাংশই কোহলি সম্প্রদায়ের এবং তারা সবাই বেলুচিস্তান থেকে সিন্দুর বাদিন জেলায় ফিরছিলেন। -ডন
স্থানীয় গণমাধ্যম জানায়, নিহতরা সবাই শ্রমিক ছিলেন এবং বেলুচিস্তানে গম কাটার কাজ শেষে বাড়ি ফিরছিলেন তারা।
জামশোরোর ডেপুটি কমিশনার বলেন, জামশোরো জেলার থানাবোলা খান এলাকার টাউং অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসটির ব্রেক ফেল করায় চালক নিয়ন্ত্রণ হারান। রাতের অন্ধকারে উদ্ধারকাজে কিছুটা বাধা এলেও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও আহতদের স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার কাজ চালিয়েছেন বলে জানিয়েছেন কাদরি। পাকিস্তানের পিপলস পার্টির এমএনএ মালিক আসাদ সিকান্দার ডনকে জানান, আহতদের হাসপাতালে নেওয়ার জন্য সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।