ইরানের সংসদীয় সম্পর্কিত ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক আদেশ জারির মাধ্যমে ভাইস প্রেসিডেন্ট শাহরাম দাবিরিকে বরখাস্ত করা হয়। কিন্তু কেন তাকে বরখাস্ত করা হলো। এ বিষয়ে জানানো হয়েছে বিলাশ বহুল অ্যান্টার্কটিকা সফরের জন্যই তাকে বরখাস্ত করা হয়। ওই ভ্রমণে প্রাথমিক খরচ ছিল প্রায় ৬ হাজার ৬৮৫ মার্কিন ডলার। সাধারণত বিজ্ঞানী ও অভিযাত্রীরাই এ মহাদেশে যান, তবে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটনযাত্রাও জনপ্রিয় হয়ে উঠেছে।
নওরোজ উৎসবের সময় ভাইস প্রেসিডেন্ট শাহরাম দাবিরি স্ত্রীকে নিয়ে এ বিলাসবহুল অ্যান্টার্কটিকা সফরে যান। কিন্তু এ সফর দেশটির চলমান অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছে প্রেসিডেন্টের দপ্তর। খবর বিবিসির। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবিরি ও তার স্ত্রীর একটি ছবি ভাইরাল হয়, যেখানে তাদের এমভি পানসিয়াস নামের একটি জাহাজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ জাহাজটি অ্যান্টার্কটিকার উদ্দেশে যাত্রা করছিল। ছবিটি ঘিরে ইরানে ব্যাপক ক্ষোভ ছড়ায়।
শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যে সরকার ইমাম আলীর (শিয়া মুসলমানদের প্রথম ইমাম) মূল্যবোধ অনুসরণ করতে চায়, সেই সরকারে এমন বিলাসী ভ্রমণ, তা নিজ খরচে হলেও অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, যারা ক্ষমতায় আছেন তাদের জন্য সরলতা মেনে চলা অপরিহার্য, আর দাবিরির এ আচরণ তার সম্পূর্ণ বিপরীত।
ইরানের অর্থনীতি বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা দেওয়া হামাস ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের কারণে দেশটি আন্তর্জাতিকভাবেও বিচ্ছিন্ন। এএফপি