বিধ্বস্ত গাজায় জাতিসংঘ কর্মীদের শিবিরে ইসরায়েল বাহিনীর উপর্যুপরি হামলার পরিপ্রেক্ষিতে সেখানকার আন্তর্জাতিক কর্মীদের এক তৃতীয়াংশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর হামলায় নারী-শিশুসহ শত শত ফিলিস্তিনি হতাহত হওয়ার সময়ে মানবিক কারণে জাতিসংঘ কর্মীদের উপস্থিতির বিশেষ প্রয়োজন সত্ত্বেও নিরাপত্তাজনিত কারণে তা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। উল্লেখ্য, ২০২৩ সালে ইসরায়েল-হামাসের সংঘাত শুরুর পর এই প্রথম ত্রাণকর্মীদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিল বিশ্বসংস্থাটি।