দ্য ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)-এর ডাকা ইফতার পার্টিতে ছিল রাজনৈতিক নেতাদের ভিড়। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে এ ইফতার পার্টি আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে অন্যতম ছিলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের অন্যতম সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, কংগ্রেস সাংসদ শশী থারুর, দলের নেত্রী অম্বিকা সোনি, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আইইউএমএলের কেরল রাজ্যের প্রধান সৈয়দ সাদিক আলী থাঙ্গাল প্রমুখ। এর পাশাপাশি সমাজবাদী পার্টির সাংসদ অভিনেত্রী জয়া বচ্চন, কংগ্রেস নেতা গৌরব গগৈ, ডিএমকে নেতা টি শিবা এবং এ রাজা, এমডিএমকে প্রধান ভাইকো, তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং মহুয়া মৈত্র, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সুপ্রিয়া সুলে, ভিসিকের থোল থিরুমাভালাভন, বিজেপির নিরজ শেখর, কংগ্রেস নেত্রী শামা মুহাম্মদ, আম আদমি পার্টির (আপ) সঞ্জয় সিংসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের এ ইফতার পার্টিতে দেখা যায়। তবে এ দিনের ইফতার মাহফিলে সবার নজর ছিল একটি মাত্র টেবিলের দিকে, যেখানে একই টেবিলে ছিলেন সোনিয়া গান্ধী, তাঁর ডানদিকে জয়া বচ্চন, অম্বিকা সোনি, বামদিকে আইইউএমএলের কেরল শাখার প্রধান সৈয়দ সাদিক আলী থাঙ্গাল এবং অখিলেশ যাদবসহ অন্যরা।
কংগ্রেস সাংসদ শশী থারুরের মন্তব্য ‘ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ’ আমাদের মিত্র এবং সংসদের উচ্চ ও নিম্নকক্ষে তাদের উপস্থিতি অত্যন্ত শক্তিশালী। কেরালা এবং জাতীয় পর্যায়ে থেকে তাদের সিনিয়র নেতারা এসেছেন। আমরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত এবং আইইউএমএলকে রমজানের শুভেচ্ছা জানাই। সবার রমজান পবিত্র হোক।
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ক্রীড়াবিদ পি টি ঊষা শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আমাকে এখানে আমন্ত্রণ জানানোয় আমি খুবই খুশি। সবার সঙ্গে এখানে ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে পেরে আমি খুব আনন্দিত। রাজ্যসভার সাংসদ ও ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি জানান, আমি একটি সুখী ও শান্তিপূর্ণ রমজান কামনা করি। আমাদের সবারই প্রতিটি উৎসব উপভোগ করা উচিত।