‘ভাষা দিবসটা সবার। ভাষা কারও একার কেনা নয়। তাই প্রতি বছরই আমরা এ অনুষ্ঠানটা করি। এ দিনটা আমরা পালন করব না এটা হতেই পারে না।’ এ মন্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।
গতকাল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলকাতার দেশপ্রিয় পার্কে অনুষ্ঠিত ভাষা দিবসের অনুষ্ঠান থেকে মমতার এ মন্তব্য। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি কবিতা, গান পরিবেশন করা হয়।