মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার আশরাফপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং সার যথাযথভাবে বিক্রি না করার অপরাধে মেসার্স আনোয়ার ট্রেডার্স কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে রিপন ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা তরিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম। সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। কোনো অনিয়ম বা প্রতারণা পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/নাজমুল