ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘গণতন্ত্রের প্রশ্নে কখনোই আপস করবে না বিএনপি। এখন আমাদের লক্ষ্য একটাই-গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া।’
বুধবার বিকালে যাত্রাবাড়ী থানার ৬৩ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে বিএনপির স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এক উঠান বৈঠক ও গণসংযোগে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনসাধারণের মাঝে তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান।
নবীউল্লাহ নবী বলেন, ‘দেশের জনগণ এখন ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে।
এরপরও যারা নির্বাচন নিয়ে চক্রান্ত করবে, তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিতে চাইলে জনগণ তা মেনে নেবে না। দেশে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।’