সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র থেকে মঙ্গলবার (২৭ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। পরে আমিরাতের প্রেসিডেনশিয়াল কোর্ট আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার বিষয়টি ঘোষণা করে। এর মাধ্যমে দেশটিতে জিলহজ মাসের সূচনা হলো।
খালিজ টাইমস জানিয়েছে, আল খাতিম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে চাঁদের একাধিক ছবি প্রকাশ করা হয়। প্রথম ছবি তোলা হয় সকাল ১১টায়, তখন চাঁদের সূর্য থেকে কৌণিক দূরত্ব ছিল ৫.৫ ডিগ্রি। দ্বিতীয় ছবি তোলা হয় বিকেল ৩টা ১৫ মিনিটে, তখন দূরত্ব ছিল ৬.৫ ডিগ্রি।
তৃতীয় ছবি তোলা হয় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে, যখন চাঁদের কৌণিক দূরত্ব ছিল ৭.৬ ডিগ্রি।
এই চিত্রগুলো একটি বৈজ্ঞানিক প্রতিবেদনের অংশ হিসেবে প্রকাশ করা হয়। তবে চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দেয় প্রেসিডেনশিয়াল কোর্ট।
চাঁদ দেখার এই ঘোষণার পর আজ বুধবার (২৮ মে) থেকে সংযুক্ত আরব আমিরাতে জিলহজ মাস শুরু হলো। ঈদুল আজহা উদ্যাপিত হবে শুক্রবার, ৬ জুন।
বিডি প্রতিদিন/আশিক