সংযুক্ত আরব আমিরাতে ট্রাফিক সংক্রান্ত বিবাদের জের ধরে তিন নারীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে রাস আল খাইমাহ পুলিশ।
জানা যায়, ঘটনার দিন একটি নির্দিষ্ট আবাসিক এলাকায় গুলি চালানোর খবর পেয়েই তাৎক্ষণিকভাবে টহলদল পাঠায় পুলিশ। পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ কর্মকর্তারা। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি গাড়ি সংকীর্ণ পথ দিয়ে যাওয়া নিয়ে প্রথমে বিরোধ শুরু হয়। পরে যখন ঝগড়া বেড়ে যায় তখন গ্রেফতার হওয়া ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে তিন নারীকে গুলি করে বলে অভিযোগ উঠে।
এদিকে, ভুক্তভোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তারা মারা যান। পুলিশ নিশ্চিত করেছে, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ব্যবহৃত অস্ত্রটি। পরবর্তী আইনী ব্যবস্থাও নেওয়া হচ্ছে। সূত্র: খালিজ টাইমস।
বিডি প্রতিদিন/এএম