মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করেছেন। ইউক্রেনে সাম্প্রতিক দিনগুলোতে বেসামরিক এলাকায় রুশ হামলার প্রসঙ্গে ট্রাম্প বলেন, পুতিন হয়তো সত্যিই যুদ্ধ বন্ধ করতে চান না।
রোমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, পুতিনের বিরুদ্ধে হয়তো আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে, যার মধ্যে ব্যাংকিং নিষেধাজ্ঞা কিংবা ‘সেকেন্ডারি স্যাংশন’ (পরোক্ষ নিষেধাজ্ঞা) আরোপের কথা বিবেচনা করা যেতে পারে।
তিনি আরও লেখেন, গত কয়েক দিনে পুতিন যেভাবে ইউক্রেনের বেসামরিক শহর ও জনপদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন, তার কোনো যৌক্তিক কারণ নেই। এতে মনে হচ্ছে, তিনি হয়তো যুদ্ধ থামাতে মোটেই প্রস্তুত নন, বরং সময়ক্ষেপণ করছেন। পুতিনকে এখন ভিন্নভাবে মোকাবিলা করতে হবে। খুব বেশি মানুষ প্রাণ হারাচ্ছে!
এদিকে, রাশিয়ার রাজধানী মস্কোতে শুক্রবার মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে এক বৈঠকে পুতিন জানান, তিনি ‘কোনো পূর্বশর্ত ছাড়াই’ ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত — এমনটি জানিয়েছে ক্রেমলিন। সূত্র: ইকোনমিক টাইমস
বিডি প্রতিদিন/নাজিম