হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ইয়েমেন জুড়ে যুক্তরাষ্ট্র একদিনেই ৬৯টি হামলা চালিয়েছে। মার্চের মাঝামাঝি থেকে ওয়াশিংটন হুথি-নিয়ন্ত্রিত এলাকায় হামলা শুরু করার পর থেকে একদিনে এটিই সর্বোচ্চ হামলা।
হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো ওই দিন বিকেল নাগাদ রাজধানী সানা, আল-জাওফ এবং সাদা প্রদেশে ২৬টি অভিযান চালিয়েছে। এতে আরও বলা হয়েছে, শাদা প্রদেশে মার্কিন হামলায় একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।
এর আগে ইয়েমেনি প্রদেশ জুড়ে ৪৩টি হামলার খবর জানিয়েছিল গণমাধ্যমটি। যার মধ্যে আমরানে ১৯টি, সানায় আটটি, শাদায় সাতটি, মারিবে চারটি, আল-হুদায়দাতে তিনটি এবং আল-জাওফে দুটি।
হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্য সানার আল-তাহরীর জেলায় বিমান হামলায় সাতজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
গোষ্ঠীটি দাবি করেছে যে হামলায় বেসামরিক সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ মার্চ বলেছিলেন, তিনি হুথি যোদ্ধাদের বিরুদ্ধে বড় অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। এরপর ট্রাম্প হুথিকে সম্পূর্ণরূপে নির্মূল করার হুমকিও দিয়েছেন।
হুথি ২০২৩ সালের শেষের দিক থেকে লোহিত ও আরব সাগর, বাব আল-মান্দাব প্রণালী এবং এডেন উপসাগর দিয়ে যাওয়া ইসরায়েলি-সংশ্লিষ্ট জাহাজগুলিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আক্রমণ করে আসছে। গাজা উপত্যকার সাথে সংহতি প্রকাশের জন্য তারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে এই হামলা চালাচ্ছে।
সূত্র: আনাদোলু
বিডি প্রতিদিন/নাজমুল