তুরস্কের ইস্তাম্বুল শহরের মেয়র একরেম ইমামোগলুকে কারাগারে পাঠানো হয়েছে। দুর্নীতির অভিযোগে বিচারের আগপর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। বার্তা সংস্থা রয়টার্সের একটি ভিডিওতে দেখা গেছে, ইমামোগলুকে ইস্তাম্বুলের মারমারা কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। তবে ইমামোগলুর হঠাৎ গ্রেপ্তারের বিষয়টি নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্লেষকেরা প্রশ্ন করেছেন, এ ধরনের ঘটনা বিরোধীদের দমন, নাকি আইনগত পদক্ষেপ?
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ মার্চ গ্রেপ্তারের পর একরেম ইমামোগলুকে আদালতে নেওয়া হয়। সেখানে প্রসিকিউটররা তাঁকে দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত করেন এবং ‘অপরাধী সংগঠনের সন্দেহভাজন নেতা’ বলে আখ্যায়িত করেন। তবে আদালত জানিয়েছেন, ইমামোগলুসহ আরও ২০ জনকে শুধু দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে। ইমামোগলুর বিরুদ্ধে আনা ‘সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা’ করার অভিযোগটি খারিজ করা হয়েছে।
আদালত বলেছেন, ‘যদিও সশস্ত্র সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করার বিষয়ে জোরালো সন্দেহ রয়েছে, তবে দুর্নীতির অভিযোগ থাকায় তাঁকে শুধু ওই মামলাতেই গ্রেপ্তার দেখানো হয়েছে।’
আল জাজিরার প্রতিবেদক সিনেম কোসেওগলু জানিয়েছেন, ইমামোগলুর বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদী’ কার্যক্রম সম্পর্কে কোনো অভিযোগ আনা হয়নি। এর ফলে আদালত ইস্তাম্বুল পৌরসভায় সরকারি ট্রাস্টি নিয়োগ করতে পারবেন না। পৌরসভার কাউন্সিলরদের মধ্য থেকেই মেয়র নির্বাচিত হবেন।
আদালতের রায়ের পর ইমামোগলু বলেছেন, তিনি মাথা নত করবেন না। তাঁর এক্সে অ্যাকাউন্টের একটি পোস্টে বলা হয়, ‘আমরা সবাই মিলে আমাদের গণতন্ত্রের ওপর এই আঘাত, এই কালো দাগ মুছে ফেলব, আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি, আমি মাথা নত করব না। তাঁর (এরদোয়ান) আটকের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ বিচারবহির্ভূত নির্যাতন, যা তুরস্কের মানুষের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা।’ এই পোস্টে তুর্কি নাগরিকদের তাঁর গ্রেপ্তারের বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের আহ্বান জানানো হয়।
এদিকে ইমামোগলুকে গ্রেপ্তারের ঠিক এক দিন আগে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ডিগ্রি বাতিল করেছে। বিশ্লেষকদের মতে, ইমামোগলুর ডিগ্রি বাতিল করে তাঁকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। কারণ, তুর্কি সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট প্রার্থীদের উচ্চশিক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক। ইমামোগলু এই সিদ্ধান্তকে ‘আইনবহির্ভূত’ বলে আখ্যা দিয়েছেন।
সূত্র: রয়টার্স, বিবিসি, আল জাজিরা
বিডি প্রতিদিন/আশিক