জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আমরা ভ্যাটে শৃঙ্খলা আনতে চাই। দেশে মানসম্পন্ন করদাতার সংখ্যা খুবই নগণ্য। কর আদায় বাড়াতে আমরা আগ্রাসি নীতি গ্রহণ করেছি। পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির মাধ্যমে কর ফাঁকিবাজদের ধরতে পরিচালন দক্ষতা বৃদ্ধির কাজ করা হয়েছে। সম্প্রতি ঢাকা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যানের বরাত দিয়ে ওই বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা বলেন, দেশে কর ফাঁকি রোধের ওপরও গুরুত্ব আরোপ করেন কারণ, এটি একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মূল্য সংযোজন কর (ভ্যাট) সম্পর্কে বলতে গিয়ে আবদুর রহমান খান বলেন, যদি ইনপুট ভ্যাট ক্রেডিট এবং স্ট্যান্ডার্ড ভ্যাট হার সঠিকভাবে আরোপ করা যায়, তাহলে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য এ হার এক শতাংশেরও কম হবে। এনবিআর প্রধান আরও বলেন, ২০১২ সালে প্রবর্তিত ভ্যাট আইন সময়ের সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্যভাবে বিকৃত হয়েছে এবং পরে এই বিকৃতিগুলো মোকাবিলা করার জন্য ২০১৯ সালে সংশোধন করা হয়েছে। তিনি বলেন, ভ্যাটের ক্ষমতা ছিল হিসাবভিত্তিক এবং চালানভিত্তিক। কিন্তু আমরা তা ধ্বংস করে দিয়েছি। ফলে এখনই বাড়ছে না, আমরা ভ্যাটের মূল শক্তি উপড়ে ফেলেছি, ভ্যাটের শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। সম্পদ করের বিষয়টি উত্থাপন করা হলে এনবিআর চেয়ারম্যান বলেন, এটি ১৯৬৩ সালে দেশে ছিল, পরে ১৯৯৯ সালে তা বাতিল করা হয়। তিনি বলেন, আমরা যদি টোটাল সিস্টেমকে ডিজিটালাইজড করতে পারি, সম্পদের মূল্যায়নকে একটি মডেলের আওতায় আনতে পারি, তাহলে এটি অবশ্যই দেশের সম্পদের বৈষম্য কমাবে। এটি রাজস্বের বাড়তি উৎসও হবে। ঢাকার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভ্যাট আদায় উন্নতির জন্য আরও সক্রিয় এবং আন্তরিক হতে বলেছেন তিনি। সভায় উপস্থিত একজন কর্মকর্তা বলেন, এনবিআর চেয়ারম্যান আমাদের ভ্যাটের ভিত্তি সম্প্রসারণের নির্দেশ দিয়ে বলেছেন, আমি ভ্যাট নেটওয়ার্কের সম্প্রসারণ দেখতে চাই। কর্মকর্তাদের রাজস্ব আদায়ের বিষয়ে তাদের মনোভাব পরিবর্তন করতেও বলেছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। ভ্যাট প্রদানকারীদের হয়রানি না করতে তিনি কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান। দেশের অর্থনীতির ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে সরকার ৯ জানুয়ারি ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘আবগারি ও লবণ আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে শতাধিক বিভিন্ন ধরনের পণ্যের ওপর বর্ধিত ভ্যাট হার আরোপ করেছে। কিন্তু পরবর্তীতে প্রতিবাদ ও সমালোচনার মুখে এনবিআর ৯ জানুয়ারি বাড়ানো বেশ কয়েকটি পণ্য ও পরিষেবার ওপর ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্কের হার পুনর্নির্ধারণ করে বেশ কয়েকটি প্রজ্ঞাপন জারি করেছে। এখন এনবিআর দেশের সব পণ্য ও পরিষেবার জন্য একক, সমতল হারে ভ্যাট আরোপ করতে চায়, যদি ব্যবসায়ীরা এতে সম্মত হন। এনবিআর চেয়ারম্যান বলেছেন, দীর্ঘদিন ধরে ভ্যাট আইন বিকৃত করা হয়েছে। ভ্যাটের ক্ষমতা ছিল হিসাব-নিকাশ ভিত্তিক এবং চালান ভিত্তিক, এটি ধ্বংস হয়ে গেছে। ফলস্বরূপ এটি এখনই বৃদ্ধি পাচ্ছে না, ভ্যাটের মূল শক্তি উপড়ে ফেলা হয়েছে। অবিতর্কিত প্ল্যাটফর্মে জমি ও ভবনের মূল্যায়ন প্রতিষ্ঠা করতে পারলে সরকার সম্পদের ওপর সারচার্জ থেকে ধীরে ধীরে সম্পদ করের দিকে ঝুঁকবে বলেও ইঙ্গিত দেন এনবিআর চেয়ারম্যান।
শিরোনাম
- বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট
- ইসরায়েলি আগ্রাসন ও ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিলের বিরুদ্ধে এনসিপির সমাবেশ
- ঢাকায় আসছেন পাকিস্তানি শিল্পী আয়মা বেগ
- ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষিকা বরখাস্ত
- দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ক্লাসেন
- টস হেরে মুম্বাইয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বেঙ্গালুরু
- রাতে সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল
- ১২ এপ্রিল 'মার্চ ফর গাজায়' অংশ নেওয়ার আহ্বান মাহমুদউল্লাহর
- ফেসবুকে এনআইডি সেবার নামে প্রতারণা, সতর্ক করল ইসি
- কেইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ পরিবেশের ধারণা নিলেন ৭০ বিদেশি বিনিয়োগকারী
- স্বাধীনতা কনসার্টের তারিখ পরিবর্তন
- 'গাজায় গণহত্যার বিরুদ্ধে বিশ্ব বিবেককে একসঙ্গে দাঁড়াতে হবে'
- ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি
- ইংল্যান্ডের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক
- অতিরিক্ত ভাড়া আদায় : জয়পুরহাটে ৩ পরিবহনকে জরিমানা
- নারায়ণগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কর্মী নিহত, সাবেক এমপিসহ ৮ নেতা বহিষ্কার
- গাজায় হামলার তীব্র নিন্দা ও সামরিক অভিযান বন্ধের আহ্বান বাংলাদেশের
- ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ
- শুল্কারোপ ইস্যুতে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি
ভ্যাটে শৃঙ্খলা আনবে এনবিআর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর