সম্প্রতি অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড-২০২৫ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির মেধাবী শিক্ষার্থী আকলিমা আতিকা কনিকা। তিনি ডিপার্টমেন্ট অব অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী। কনিকার পরিধানকৃত গাউনটি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের আরেক মেধাবী শিক্ষার্থী ডিজাইনার রাইসা আমিন শৈলীর তৈরি। বিচারকরা গাউনটির ভূয়সী প্রশংসা করেন। তারা এটি পরার কারণ ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চান। এই গাউনটি ঢাকার রিকশার রঙিন পলিথিনের অলঙ্করণ থেকে অনুপ্রাণিত। ওয়ারেবল ফেব্রিকের ওপর পলিথিন অ্যাম্বেলিশমেন্ট ব্যবহার করে গাউনটিতে আনা হয়েছে আমাদের ঐতিহ্যের রঙিন ছোঁয়া। আর পুরো লুকটিকে সম্পূর্ণ করেছে রিকশার হুডের আদলে বানানো একটি স্টাইলিশ ওয়ারেবল হুড। গাউনটি একদিকে যেমন আধুনিক ফ্যাশনের বার্তাবাহক, অন্যদিকে সংযোগ স্থাপন করে বাঙালিয়ানার গভীর শেকড়ের সঙ্গে। দুর্লভ এই গৌরব অর্জন করায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক ও উপাচার্য প্রফেসর ড. মো. শাহ-ই-আলমসহ শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় পরিবার উভয়কেই অভিনন্দন জানান।