নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘নিম্নকক্ষ হবে আসনভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতির। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। তবে আমরা মনে করি এটি প্রবর্তন করা দরকার। আমরা আশাবাদী ঐকম্যতের মাধ্যমেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
গতকাল সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার ও দি হাঙ্গার প্রজেক্টের কেন্দ্রীয় সমন্বয়কারী তাজিমা হোসেন মজুমদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সুজন সম্পাদক দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি, ইয়ুথ লিডার ও সুজন নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।